Tuesday, November 4, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার পর তারা যমুনায় যান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বেশ আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। সেখানে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ  তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন করায় সোহেল তাজের প্রতিবাদ

তবে আজকের বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে, ২২ সেপ্টেম্বর সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ